১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১০

রাস্তার মতো সেতুমন্ত্রী নিজেও এখন বেহাল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বেহাল রাস্তার মতো সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও এখন বেহাল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতাও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে আমরা আমলে নেয়নি। আর বেহাল রাস্তার মতো সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেও এখন বেহাল হয়ে গেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসে তখনই হত্যাযজ্ঞে মেতে উঠে। ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎকে নৃসংশভাবে হত্যা করেছে। আমি এর বড় বিচার প্রত্যাশ করছি এবং এখনও যারা গ্রেফতার হয়নি তাদের গ্রেফতার দাবি করছি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ