২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৪

বিচারকদের শৃঙ্খলাবিধি: আপিল বিভাগে ব্যারিস্টার আমিরুলের ব্যাখ্যা দাখিল

নিজস্ব প্রতিবেদক:

অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি সংক্রান্ত গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রীর দরকার নেই বলে আপিল বিভাগে একটি ব্যাখ্যা দাখিল করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানিকালে তিনি এ ব্যাখা দাখিল করেন।
ব্যাখ্যায় বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট এ সংক্রান্ত বিধিমালা করার পর ১১৬ অনুচ্ছেদ অনুসারে কেবলমাত্র রাষ্ট্রপতির মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের চাকরিবিধি সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে। ব্যাখ্যাটি আদালতে উপস্থাপনের পর তা শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এদিকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আদেশ দেন।আদালতে ৪ সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন। ওই দিনই এ সংক্রান্ত বিষয়ে ব্যারিস্টার এম আমিরুল ইসলামের দাখিল করা ব্যাখ্যার শুনানিও করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ১২:৫২ অপরাহ্ণ