২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩০

চট্টগ্রামের চাক্তাইয়ে চালপট্টিতে আগুন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যের প্রাণকেন্দ্র চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাসহ কয়েকটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী ব্যবস্থাপক অুনপম দাশ জানান, আজ রবিবার সকাল ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার দিনগত রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও জানান, আগুনে তিনটি রাইস মিল, তিনটি ময়দার মিল, নয়টি চালের দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা ও চাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারায় শতাধিক দোকান ও আরও কয়েকটি কারখানা রক্ষা করা সম্ভব হয়েছে।

চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, তিনটি রাইচ মিল, তিনটি ময়দার মিল ও নয়টি চালের দোকান পুড়ে গেছে। এসব দোকানের নগদ টাকা ও বিপুল পরিমাণ চাল পুড়ে গেছে। আগুন পুরো নিয়ন্ত্রণে না আসায় ক্ষয়ক্ষতি নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ