১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

অ্যান্ডারসনের তোপে ইংল্যান্ড জয়ের পথে

স্পোর্টস ডেস্ক:

আগের দিনই ওল্ড টার্ফোডের প্যাভিলিয়ান প্রান্তের নাম তার নামে করা হলো ইংল্যান্ড আগে ব্যাট করায় বল হাতে উপলক্ষকে বরণ করতে খানিকটা দেরি হলো তবে কি দারুণভাবেই না তা উদযাপন করলেন জেমস অ্যান্ডারসন তার তোপে ২২০ রানেই উইকেট খুইয়েছে দক্ষিণ আফ্রিকা এরমধ্যে চারটি উইকেটই পেয়েছেন এই ইংলিশ পেসার ইংল্যান্ডের করা ৩৬২ রান থেকে সফরকারীরা এখন ঢের দূরে

ম্যানচেস্টারের ওল্ড টার্ফোড টেস্টের দ্বিতীয় দিন শেষের সমীকরণ অনেকটাই ইংল্যান্ডের দিকে হেলে। হাতে উইকেট নিয়ে ১৪২ রানে পিছিয়ে ফাফ দু প্লেসির দল। শুরু থেকেই অ্যান্ডারসন, রোনাল্ড জোন্স আর ব্রডের বলে ভুগতে থাকেন আমলারা। ডিন এলগারকে কোন রান না করার আগেই বিদায় করেন অ্যান্ডারসন। হাশিম আমলাকে আউট করেন নবাগত রোল্যান্ডজোন্স। টিকে ছিলেন বাভুমা। তার দেয়াল চুরমার করেন অ্যান্ডারসন। মাঝে মঈন আলি তুলেন নেন হেইনু কুনকে

প্রথম স্পেলে সাফল্য না পেলেও পরে ফিরে স্টুয়ার্ট ব্রডও যোগ দেন উইকেট নেয়ার মিশনে। কুইন্টন ডি ককের মূল্যবান উইকেটটি তুলেছেন এই পেসার। শেষে আউট করেছেন রাবাদাকে। ওদিকে অ্যান্ডারসন সারাক্ষণই করে গেছেন দারুণ বল। ফাফ দু প্লেসির স্টাম্প উড়িয়ে দেওয়ার পর ডি ব্রুনকেও আউট করেন ৩৫ বছর বয়সী এই পেসার। নিয়মিয় বিরতিতে উইকেট পড়ায় জমতে পারেনি দক্ষিণ আফ্রিকার কোন জুটি

এরআগে ইংল্যান্ডকে সাড়ে তিনশন পার করান জনি বেয়ারস্টো। দলকে টেনে তুললেও অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন ঠিক ৯৯ রানে

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ