আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি মসজিদে বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সিএনএন’র খবরে এ তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে মিনিয়াপোলিসের ব্লুমিংটনে অবস্থিত দার আল ফারুক মসজিদে মুসল্লিরা ফজরের নামাজের জন্য যখন জড়ো হচ্ছিলেন, তখনই ইমামের অফিস কক্ষে বিস্ফোরণটি হয়। এরইমধ্যে শুরু হয়েছে ঘটনার তদন্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছেন মসজিদে বিস্ফোরিত বোমাটি হাতে তৈরি। হয়তো কেউ ইমামের অফিসের জানালা দিয়ে বোমাটি ফেলেছে। মসজিদের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর সাংবাদিকদের জানান, বিস্ফোরণের পরই ভবনের পার্কিং লট থেকে একটি পিকআপ ট্রাককে দ্রুত চলে যেতে মসজিদের এক সদস্য দেখেছে। এ ঘটনার পর কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামে একটি সংগঠন দেশটির সব মসজিদের নিরাপত্তা জোরদারে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটির তথ্যে, গত বছর যুক্তরাষ্ট্রে ২ সহস্রাধিক হেট ক্রাইম অর্থাৎ মুসলিমবিদ্বেষী ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
দৈনিকদেশজনতা/ আই সি