১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

শাহজালালে ২৫ কেজি সোনা আটক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কেজি সোনাসহ জামিল আক্তার (৪৮) নামে এক যাত্রীকে আটক করা হয়েছেশনিবার রাত সাড়ে ১০টার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আটক করেনশুল্ক গোয়েন্দা তদন্ত বিভাগের মহাপরিচালক . মইনুল খান জানান, আটক জামিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে আসেন। গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করে উরুতে বিশেষ কায়দায় লুকানো ২৫০টি স্বর্ণের বার জব্দ করা হয়তিনি জানান, জব্দকৃত সোনার ওজন ২৫ কেজি, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকাএটি এই বছরের এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান। আটক জামিলের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ