স্বাস্থ্য ডেস্ক:
নাক বন্ধ হওয়া খুবই প্রচলিত একটি বিষয়। সাধারণ ফিজিওলজিক্যাল কারণে নাক বন্ধ হয়, আবার কোনো কোনো সময় প্যাথলজিক্যাল কারণেও নাক বন্ধ রয়েছে। এটি বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে হয়ে থাকে।
ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণ ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়। নাকে ভেতরে কিছু টিস্যু রয়েছে। এগুলো ছোট হয়ে যায়, কখনো বড় হয়। এটি নাকের বাতাস চলাচলের রাস্তাকে নিয়ন্ত্রণ করে। এ ছাড়া নাকের মাঝখানের যে ভাগটি রয়েছে সেটিও মাঝেমধ্যে সমস্যা করে। অনেক সময় দেখা যায়, সর্দি হয়ে নাক বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে শ্বাস ফেলছে।
দৈনিকদেশজনতা/এন এইচ