বিনোদন ডেস্ক:
প্রবীণ অভিনেতা দিলীপ কুমার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এখনো তার স্বাস্থ্যের ব্যাপারে কিছুই পরিষ্কার জানা যায়নি।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার দুপুরের দিকে অভিনেতা দিলীপ কুমারকে ডিহাইড্রেশন জাতীয় রোগের কারণে ভর্তি করা হয়েছে লীলাবতি হাসপাতালে। তাকে নানারকম শারীরিক পরীক্ষা করা হবে। সেই সকল পরীক্ষার ফলের উপর ভিত্তি করেই পরবর্তী ধাপের চিকিৎসা করা হবে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে অভিনয় জগতের ৯৪ বছর বয়সী এই তারকা গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ডিসেম্বর মাসেই জ্বর এবং ডান পা ফোলার সমস্যা নিয়ে এই লীলাবতি হাসপাতালেই ভর্তি ছিলেন বেশ কিছুদিন।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

