১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

কাশ্মিরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতশাসিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় লস্কর-ই-তৈয়বার এক শীর্ষস্থানীয় নেতাকে মঙ্গলবার দেশটির নিরাপত্তা বাহিনী হত্যা করেছে । কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার জানায়, নিহত ব্যক্তির নাম আবু দুজানা। তিনি শ্রীনগরের দক্ষিণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ সময় প্রাণ হারান তার এক সহযোগীও ।

এদিকে, আবু দুজানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাশ্মিরের বিভিন্ন স্থানে শুরু হয় সহিংস বিক্ষোভ । আবু দুজানার ঘাঁটি যখন নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছিল, তখনও শত শত স্থানীয় মানুষ পাথর ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে আসে তাকে সাহায্য করতে । নিরাপত্তা বাহিনীর গুলিতে  আহতও হন  তাদের বেশ কয়েকজন। এরপর কর্তৃপক্ষ ওই এলাকায় আহতও হন মোবাইল ইন্টারনেট সেবা।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, পাকিস্তানি নাগরিক আবু দুজানা কাশ্মিরে লস্কর-ই-তৈয়বার নেতৃত্বে ছিলেন। তাকে অনেকদিন ধরেই খুঁজছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী । এমনকি তাকে ধরতে ঘোষণা করা হয় ৩০ লাখ রুপিও পুরস্কার ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ