১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

ইয়েমেনে কলেরায় মৃত্যুমুখে ২০ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক শিশু বিষয়ক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইয়েমেনে কলেরার মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই মহামারিতে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে । তাদের হিসেবে ২০ লাখেরও বেশি শিশু কলেরায় মৃত্যুর মুখে রয়েছে।

দাতব্য সংস্থাটি সতর্ক করে জানায়, শিশুদের অধিকাংশই অপুষ্টির শিকার। তাছাড়া যে যুদ্ধ-বিধ্বস্ত পরিবেশে তারা বসবাস করছে তাতে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গৃহযুদ্ধ চলাকালীন সময়েই প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। সংখ্যার হিসেবে যা ৪ লাখ ৩০ হাজার। সেভ দ্য চিলড্রেন বলছে, অপুষ্টির শিকার এসব শিশুরা কলেরায় আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি তিনগুণ বেড়ে যায়। কেননা, অপুষ্টির কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে পানিবাহিত রোগের মোকাবেলা করার ক্ষমতা অন্যান্য শিশুদের তুলনায় অনেক কম হয়ে থাকে।

সংস্থাটি বলছে, ইয়েমেনের ৫ বছরের নিচে লাখ-লাখ শিশু কলেরায় আক্রান্ত এলাকায় বসবাস করছে। তাছাড়া, তাদের হিসেবে প্রায় দু’লাখ শিশু খাদ্যের অভাবে মৃত্যুবরণ করতে পারে।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় দু’হাজার ইয়েমেনি কলেরায় মারা গেছে। এদের এক তৃতীয়াংশেরই বয়স ১৫ বছরের নিচে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ