২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৪

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি সেনাপ্রধানের সাম্প্রতিক এক বিবৃতিতে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য রাষ্ট্রদূত মেহেদী হোনারদোস্তকে মঙ্গলবার তলব করা হয়।

পাক পররাষ্ট্র দফতরের বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানি রাষ্ট্রদূতের কাছে পাকিস্তানের উদ্বেগ তুলে ধরার পাশাপাশি ইরানি সেনাপ্রধানের বক্তব্যকে দু’দেশের মধ্যে বিরাজমান ভ্রাতৃপ্রতিম সম্পর্কের চেতনার বিরোধী হিসেবে তুলে ধরা হয়।

এতে আরও দাবি করা হয়েছে, সম্প্রতি উভয় পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগের ফলে দেশ দু’টির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে। উভয় পক্ষ সীমান্ত ইস্যুতে সহযোগিতা বৃদ্ধিতেও সম্মত হয়েছে বলে এতে জানানো হয়।

এ ধরণের বিবৃতি প্রদান থেকে ইরানকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এতে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের পরিবেশকে তিক্ত করে তুলতে পারে।

পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আইএস সন্ত্রাসীদের হামলায় ইরানি সীমান্তরক্ষী বাহিনীর ১১ সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছিলেন, সন্ত্রাসী হামলা যদি অব্যাহত থাকে, তবে তারা যেই হোক না কেনো ইরান তাদের আস্তানায় আঘাত হানতে দ্বিধা করবে না।

তার এ বক্তব্য দেয়ার একদিন পরই ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল পাকিস্তান।

এন/এইচ =দেশ জনতা

প্রকাশ :মে ১০, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ