১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

স্বস্তির বৃষ্টিতে কেমন বিড়ম্বনা

নিজস্ব প্রতিবেদক:

বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাজধানীর পথঘাট। কোথাও হাঁটু পানি, কোথাওবা আরেকটু বেশি। রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকায় বৃষ্টিতে ধুয়ে যায় সবকিছু। বৃষ্টি মানেই ব্যবসার প্রাণকেন্দ্র মতিঝিলে মানুষের ভোগান্তি। বৃষ্টির পর পানি জমে থাকায় মতিঝিলের নামটাই যেন স্বার্থক হয়ে ওঠে।

বুধবার দুপুরের পর বজ্রসহ বৃষ্টিতে এভাবেই তলিয়ে যায় মতিঝিল এলাকা। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে হাঁটুপনিতে তলিয়ে যায় ব্যস্ততম এই এলাকা। বজ্রসহ বৃষ্টির সঙ্গে জলাবদ্ধতায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এখানকার হকাররা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ