নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন হজ ফ্লাইটের জটিলতা দু’একদিনের মধ্যে সমাধান হবে। এ সমস্যা আরো বাড়বে যদি খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধার করা না যায়। তখন এ সমস্যা আর সমাধান করা সম্ভব হবে না।’ তিনি বুধবার হজ ফ্লাইট নিয়ে এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।
পর্যটনমন্ত্রী আরো বলেন, ‘সৌদি আরবের সিভিল এভিয়েশনের অনুমোদন সাপেক্ষে বিমানের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের জন্য আবেদন করা হবে স্লট বৃদ্ধির । তাদের পক্ষে সম্ভব না হলে সরকারের পক্ষ থেকে মধ্যস্ততা করা হতে পারে। এ বিষয়ে জানানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ।’
মন্ত্রী বলেন, ‘বিমানের ক্ষেত্রে পরিকল্পনার সময় লস হতে পারে তা মাথায় রেখে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আজকালের মধ্যে বিষয়গুলো সমাধান না হয়, তখন এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে।’ মেনন বলেন, ‘সমস্যা এড়াতে সম্ভব্য তিনটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাজিদের ভিসা না করলে ভিসা করা এবং তা করা হয়ে গেলে বলা হবে ফ্লাইট নেওয়ার জন্য । ফ্লাইট না নিলে যাওয়া নিয়ে অসুবিধা হতে পারে। সবার কাছে মেসেজ পাঠানো হচ্ছে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ভিসা জটিলতায় যাত্রী সংকটে একের পর এক হজ ফ্লাইট বাতিল হওয়ায় জরুরি বৈঠক ডাকে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

