১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বাদে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পরিচালনায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষা সংক্রান্ত একটি আদালত গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। অর্থ, জনপ্রসাশন ও শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এ ছাড়াও আগামী ১ বছরের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২০১২ সালে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম। রিট আবেদনের শুনানিতে নুরুল ইসলামকে সহযোগিতা করেছেন আইনজীবী গিয়াস উদ্দিন ও আইনজীবী মহিউদ্দিন মহিম।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে প্রচলিত শিক্ষা কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী চলছে। যা সংবিধানের ১৫২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ ১৯৯৫ সালের ১০ অক্টোবর করা প্রচলিত শিক্ষা কার্যক্রম নীতিমালাগুলো রাষ্ট্রপতি বা সংসদ প্রণয়ন করেননি।’ তিনি আরো বলেন, ‘আমি শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট আইন চেয়ে একটি রিট আবেদন করেছিলোম। বিগত পাঁচ বছর আদালতে এ বিষয়ে শুনানি করেছি।’

নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সংসদ কর্তৃক কোনো আইন না থাকায় শিক্ষায় হরিলুট চলছে। অনিয়ম দর্নীতি ও স্বেচ্ছাচারিতা চলছে। স্থানীয় সংসদ সদস্যরা তাদের প্রতিটি নির্বাচনী এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ