নিজস্ব প্রতিবেদক:
সরকারের আত্মসম্মান বোধ থাকলে বগুড়ায় মা-মেয়ে ধর্ষণের ঘটনায় এখনই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ‘বগুড়ায় চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ পরে মা-মেয়েকে নির্যাতনের নিন্দা ও এ ঘটনায় গ্রেফতার আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবি’তে মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
মঈন খান বলেন, বর্তমানে দেশে সরকার প্রধান, স্পিকার, বিরোধীদলীয় নেতা মহিলা। বগুড়ায় একজন কিশোরীকে ধর্ষণ পরে নির্যাতন করে ওই কিশোরী ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। এ ধরনের ঘটনা সভ্য সমাজ তো দূরে থাক অসভ্য সমাজেও ঘটে কিনা সন্দেহ। আত্মসম্মান বোধ থাকলে এখনই সরকারের পদত্যাগ করা উচিত।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার উন্নয়ন করেছে ঠিকই, কিন্তু সেটা জনগণের ভাগ্য পরিবর্তনে নয়। সেই উন্নয়ন হচ্ছে অন্যায় অপকর্মের প্রসার ঘটিয়ে। ধর্ষণ, লুট-পাট সহ নানা দুর্নীতির উন্নয়ন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা বহু তুফান তৈরি করেছেন। এই তুফান, কালবৈশাখী ঝড় দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এই তুফানরাই আপনাদের পতনের সাইরেন বাজাচ্ছে। তারা আপনাদের কবর রচনা করবে। সেদিন আর বেশি দূরে নয়। তাই সংবিধান সংবিধান না করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রাখায় সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, দেশের এই দুঃসময়ে ষোড়শসংশোধী বাতিল করে আইনের শাসনের যাত্রাপথে কিছুটা হলেও জাতির মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ এটা একটা ঐতিহাসিক ও যুগান্তকারী রায়।
১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত ছিলেন, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আপনি আপনার মন্ত্রিপরিষদকে আয়নার সামনে দাঁড় করান, এইচটি ইমাম ও হাসানুল হক ইনুকে দেখলে কি আপনার পরিবারের সদস্যদের লাশ চোখে ভাসে না?
আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, মহিলা দলের নেত্রী সুলতানা আহমেদ, পেয়ারা মোস্তফা, শামসুন্নার ভুইয়া প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ