২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১১

শোকের মাসে সংঘর্ষে শাবি ছাত্রলীগ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

শোকের মাস আগস্টের শুরুতেই কক্ষ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলের ৫০০৪ ও ৫০২১নং কক্ষ দখলকে কেন্দ্র শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে সাজিদুল ইসলাম সবুজের সাথে যোগ দেন সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি অঞ্জন রায়, ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাফিজুর রহমান সমর্থিত কর্মীরা। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন।

এর মধ্যে গুরুতর আহত সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাঈম ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের আবু হেনাকে রাতেই সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে নাঈম শাখা ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জন রায়ের অনুসারী ও আবু হেনা সহ সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, আংশিক একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তা মীমাংসা করা হয়েছে। তবে যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যাযনি। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম স্বপন বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এছাড়া হলগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট অধ্যাপক এসএম হাসান জাকিরুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে ও সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ২:০০ অপরাহ্ণ