১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

জামালপুরে দুই বোনকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সদরে স্কুলছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। বুধবার (০২ আগস্ট) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন নবম শ্রেণির ছাত্রী লুকনা (১৫) । অন্যজন চতুর্থ শ্রেণির ছাত্রী ভাবনা (৯) । মেয়েদের বাবা শামীম মিয়া গণমাধ্যমকে জানান, রাতের খাবার খেয়ে তার দুই মেয়ে নিজেদের কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে গলাকাটা অবস্থায় বিছানায় তাদের লাশ দেখতে পাই। কে বা কারা নির্মমভাবে তার দুই সন্তানকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ