আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রার্থী শহিদ খাকান আব্বাসি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশটির জাতীয় পার্লামেন্টে ২২১ ভোট পেয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আব্বাসি। এ দলে অন্য প্রার্থীরা ছিলেন নাভিদ কামার, শেখ রশিদ আহমেদ ও সাহিবজাদা তারিকুল্লাহ। ডন। মঙ্গলবার (০১ আগস্ট) দেশটির জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার প্রক্রিয়ায় তিনি সহজেই উতরে যান। পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়, বিরোধী দলগুলোর মধ্যে প্রার্থী বাছাইয়ে একতার অভাবের কারণে রাস্তা পরিষ্কার হয়ে গেছে পিএমএল-এন প্রার্থীর। বিরোধী দলগুলো যৌথ প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। পরে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গত শুক্রবার পানামা পেপার্স সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফ সরে দাঁড়ানোর পর স্বল্প মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক এই জ্বালানি মন্ত্রী। আব্বাসির প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন-পিপিপির সৈয়দ খুরশেদ শাহ এবং সৈয়দ নাভিদ কমর, পিটিআইর প্রার্থী হিসেবে আওয়ামী মুসলিম লীগের শেখ রশিদ আহমেদ, জামায়াতে ইসলামীর সাহিবজাদা তরিকুল্লাহ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টের কিসওয়ার জেহরা। স্পিকার আয়াজ সাদিক জানিয়েছেন, সব প্রার্থীর উপস্থিতিতে নিরীক্ষণের পর দাখিলকৃত কাগজপত্র ঠিকঠাক আছে। আব্বাসির মনোনয়নপত্রের বিরোধিতা করেছিলেন শেখ রশিদ। তিনি অভিযোগ তোলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলি ব্যুরোর দুর্নীতি তদন্তের মুখোমুখি আব্বাসি। কিন্তু স্পিকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। যথাযথ ফোরামে এ অভিযোগ উত্থাপনের পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত, সুপ্রিমকোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পর পদ তিনি পদত্যাগ করেন। এরপর প্রেসিডেন্ট মামনুন হুসেইন নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য সংসদে অধিবেশন চালু করেছেন। গত শনিবার নওয়াজ শরিফ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে আব্বাসিকে মনোনয়ন দেন। আব্বাসি দায়িত্ব গ্রহণের ৪৫ দিন পর নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ এই সরকারের বাকি মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমকে আব্বাসি বলেছেন, তিনি নওয়াজ শরিফের নীতিগুলো ধরে রাখবেন।
দৈনিক দেশজনতা /এমএইচ