১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

বিয়ে করলেও ধর্ষকের রেহাই নেই

আন্তর্জাতিক ডেস্ক:

জর্ডানে ধর্ষণকারী ব্যক্তি যদি ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে তাহলে সে শাস্তি এড়াতে পারবে এমন একটি আইন বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। পার্লামেন্টের নিম্নকক্ষ ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইনটি বাতিলের পক্ষে ভোট দেয়। তবে এই আইন কার্যত বাতিল করার আগে পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং বাদশার অনুমোদন লাগবে। মানবাধিকার এবং নারী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই এ আইনটি বাতিলের জন্য আন্দোলন করছিলেন। কিন্তু এর পক্ষের লোকেরা বলছিলেন, এর ফলে নারীদেরকে সামাজিক দুর্নামের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো। এ আইনে ছিল যে ধর্ষণের শিকার নারীকে ধর্ষণকারী ব্যক্তি বিয়ে করলে মামলা তুলে নেয়া যেতো। তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটানো যাবে না, এমন বিধানও ছিল। আইনটি বাতিল হওয়ার প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় নারী অধিকার গোষ্ঠীগুলো আনন্দ প্রকাশ করেছে। তারা একে নারী আন্দোলনের বিজয় বলে আখ্যায়িত করেন। জর্ডান ছিল এমন অল্প কয়েকটি দেশের একটি যাতে এ ধরণের আইন রয়ে গিয়েছিল। সম্প্রতি তিউনিশিয়ায় ধর্ষণ সংক্রান্ত এ ধরণের একটি আইন বাতিল করেছে। লেবাননেও এ রকম একটি আইন সংস্কার প্রক্রিয়া চলছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, সিরিয়া এবং ফিলিস্তিনে এ ধরনের আইন প্রচলিত আছে। সূত্র: বিবিসি
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ১২:৩৮ অপরাহ্ণ