১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

কুয়েতে বাংলাদেশি নিহত ১

দৈনিক দেশজনতা ডেস্ক:

কুয়েতের হাসাবিয়া শহরে প্রবাসী বাংলাদেশিদের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুর রউফ নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৩ জন। নিহত আব্দুর রউফের বাড়ি ফেনীর ছাগলনাইয়া বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় কুয়েত পুলিশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে আবদুর রউফকে বাসা থেকে ডেকে নিয়ে যান ১০-১২ জন বাংলাদেশি। হাসাবিয়া শহরের একটি সড়কে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রউফকে রড দিয়ে পেটানো শুরু করেন তারা। এতে রউফের মৃত্যু হয়।

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ