১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

টাঙ্গাইলে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের ঘাটাইলে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দিগড় ইউনিয়নের জিগারতলা গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা (৩০) একই গ্রামের আব্দুল লতিফের স্বামী।

ঘাটাইল থানার ওসি (তদন্ত) আমীর আলী বলেন, গভীর রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে বাইরে বের হন। এ সময় আগে থেকেই ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরো বলেন, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে খুনের কারণ এখনও জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ