বিনোদন ডেস্ক:
সংগীত ক্যারিয়ারের ৫২ বছর পার করছেন রুনা লায়লা। এবার প্রথমবারের মতো সুর করলেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী, কণ্ঠ দিলেন আঁখি আলমগীর। গানটি ব্যবহার হবে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে। ‘গল্পকথার ঐ কল্পলোকে জানি, একদিন চলে যাবো, কোথায় শুরু আর শেষ হবে কোথায়, সে কথা বলে যাবো’— এমন কথার গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজনে ইমন সাহা। জীবনে প্রথম সুর করা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “একদিন আঁখি বলল, ‘আন্টি, আপনি এত এত গান করেছেন, এত ভালো ভালো গান আপনার; সুর করেন না কেন?’ বললাম, আমি তো কখনো চেষ্টা করে দেখিনি। সে উৎসাহ দিয়ে বলল, ‘আমার জন্য একটা গানের সুর করেন।’ এরপর চেষ্টা করলাম।” তিনি আরো বলেন, “আলমগীর সাহেবকে শোনানোর পর বললেন, ‘সুরটা তো খুবই সুন্দর! আমার ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে গানটি ব্যবহার করা যাবে।’ তারপর সুরের ওপর গানটির কথা লেখা হয়।” রুনা লায়লা জানান, সুরটা মেলোডি ধাঁচের। সংগীতায়োজনে অ্যাকুস্টিক যন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। গানটি গাওয়ার জন্য আঁখি পাঁচ-ছয় দিন ধরে প্র্যাকটিস করেছেন। এদিকে আঁখি আলমগীর বলেন, ‘আমার সংগীতজীবনের জন্য অনেক বড় এক প্রাপ্তি এই গান। গাইতে গিয়ে খুব টেনশনে ছিলাম। শেষ পর্যন্ত ভালোভাবেই শেষ করতে পেরেছি। বাবা ও রুনা আন্টিকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য।’ পর্দার গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৯ সেপ্টেম্বর বিএফডিসিতে ‘একটি সিনেমার গল্প’-এর শুটিং শুরু হবে। আরো অভিনয় করবেন আরিফিন শুভ, আলমগীর, চম্পা ও সাবেরী আলম।
দৈনিকদেশজনতা/এন এইচ