২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

আজও জাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জাবি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে করা প্রশাসনের মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। যার কারণে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কার্যক্রম।   মঙ্গলবার (০১ আগস্ট) সকাল আটটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি তারা। প্রশাসনিক সকল কর্মকর্তা-কর্মচারীরা বাইরে অবস্থান করছেন।
এদিকে গতকাল সোমবারও প্রশাসনিক ভবন অবরোধ করে রাখলে সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তারপর শিক্ষক সমিতি আলোচনা করে আন্দোলনকারীদেরকে আগামী ৩ আগস্ট আলোচনায় বসার আহবান জানান। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আজ (মঙ্গলবার) আবার অবরোধ কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মো. দিদার বলেন, প্রশাসন এর আগেও বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যার ফলে আমরা প্রশাসনের আলোচনা আহ্বানের উপর আশ্বস্ত হতে পারছি না। আমরা দেখেছি প্রশাসন জরুরি সিন্ডিকেট ডেকে কয়েক ঘন্টার মধ্যে আমাদের নামে মামলা দিয়েছে। ঠিক একই ভাবে সিন্ডিকেট ডেকে মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা অবরোধ তুলে নিব।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আগামীকাল ২ তারিখ (বুধবার) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ক্যাম্পাসে আসবে। মন্ত্রীর আগমনের আগ পর্যন্ত ক্যাম্পাস শান্ত রাখতেই প্রশাসন আলোচনার প্রস্তাব দিয়েছে। সমাধানের জন্য না। যার ফলে তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। এদিকে আলোচনার শর্তে অবরোধ প্রত্যাহার না করায় শিক্ষক সমিতি আর সমাধানের জন্য মধ্যস্থতা করবে না বলে জানিয়েছে।
প্রসঙ্গত, মামলা প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। সর্বশেষ রবিবার দিবাগত রাতে তারা মশাল মিছিল করে। এ ছাড়াও গত ১৫ জুলাই একই দাবিতে আমরণ অনশনে বসে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্মানজনক উপায়ে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে অনশন ভাঙে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনকে ৭দিনে সময়সীমা বেধেঁ দেন। কিন্তু সে সময়ে মামলা প্রত্যাহার না হওয়ায়। আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ