স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজনের হাসপাতালে ভর্তির পর অবস্থা ভালোর দিকে। বিসিবি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে তার এমআরআই করা হবে। রিপোর্ট ভালো না হলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে দুপুর ১২টায় সিঙ্গাপুর নেওয়া হবে।
খালেদ মাহমুদ সুজন রোববার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সবার ‘সুজন চাচা’ বলে পরিচিত সাবেক এই অলরাউন্ডার মাত্র চার দিন আগেই ৪৬-এ পা দিয়েছেন । সাবেক এক সতীর্থ সঠিক বয়স জানতে চান সদা হাসোজ্জ্বল খালেদ মাহমুদ সুজনের জন্মদিনের অনুষ্ঠানে । হাসি মুখেই উত্তর দেন কেবল ১৮ শুরু হলো। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর নায়ক সুজন।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সুজন সেখানে উপস্থিত ছিলেন না। পরে তার গুরুতর অসুস্থতার খবর জানা যায়। একদিন আগে সুজন কক্সবাজারে শেষ হওয়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালে খেলেছেন। তিনিই ‘র নেশন ঢাকা মেট্রো’র নেতৃত্ব দিয়েছেন। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা সুজন বেশ ক’বার বাংলাদেশ ক্রিকেটে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাশরাফিদের বোলিং কোচ ছিলেন অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের সময়ে । সর্বশেষ প্রিমিয়ার লিগে সুজন আবাহনীর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
দৈনিকদেশজনতা/ আই সি