১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

বাগেরহাটে বন্দুকযুদ্ধে’ নিহত ১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা একব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে উপজেলার কাহালপুর পল্লীবিদ্যুতের পাশে ঢাকা-মাওয়া মহাসড়কেএ ঘটনা ঘটে। র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, সম্প্রতি বাগেরহাট-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহনে ডাকাতি বেড়ে গেছে তা প্রতিরোধে রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব। দুটি মোটরসাইকেলে করে ৬ জন সন্ত্রাসী ঘটনাস্থলে এলে তাদের চ্যালেঞ্জ করে র‌্যাব। একপর্যায়ে র‌্যাবের ওপর গুলি চালায় তারা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় একজন গুলিবিদ্ধ রাস্তায় পড়ে অবস্থায়  যায়। তাকে উদ্ধার করে মংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় এনায়েত হোসেন ও নুরুজ্জামান নামে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৩টা অস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আমেরিকার তৈরি একটি পিস্তল ও ৩ হাজার ১১৪ টাকা নিহতের কাছে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বাগেরহাট সদর হাসপাতাল লাশ  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ