১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

সকালেই বগুড়ার সড়কে ঝরল ৩ প্রাণ

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার  শেরপুর ঘোগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর এলাকার মৃত রসিদ সরকারের ছেলে মোসলেম (৩৫) এবং কুমিল্লা জেলার শিবনগর ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মাদ আলী (৩৮)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, সকালে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ উপজেলার ঘোগা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান। আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসআই কাজল কুমার নন্দী জানান, মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। পুলিশ হেফাজতে রয়েছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক । পুলিশ কোনো গাড়ির চালক ও হেলপারকে আটক করতে পারেনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১০:২৫ পূর্বাহ্ণ