১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক মহাজাগতিক বস্তুু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

বহুকাল থেকেই ভিনগ্রহের প্রাণীদের নিয়ে গবেষণা চলে আসছে। বড় বড় বিজ্ঞানীরা এদের অস্তিত্বের জানান দিয়েছেন তাদের গবেষণায়। কিন্তু কোনো তত্ত্বই শেষ পর্যন্ত মানুষের কাছে নিরেট কোনো প্রমাণ বয়ে আনতে পারেনি। তবে এক রাশিয়ান বিজ্ঞানীর সাবধান বাণী বেশ চিন্তায় ফেলে দিয়েছেন অন্যদের। ওই বিজ্ঞানী জানিয়েছেন, এক মহাজাগতিক বস্তু পৃথিবীর দিকে এগিয়ে আসছে।

অবশ্য এই বস্তুটি এখনও ১০.৩ মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। তবে মাথায় রাখতে হবে, ওটা কিন্তু প্রতিঘণ্টায় ৪২ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এটাকে হালকাভাবে নিতে পারছেন না বিজ্ঞানীরা। মহাকাশে ভেসে বেড়ানো বা চলমান এসব বস্তুগুলোকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট’ যাদের অস্তিত্বের প্রমাণ মেলে স্যাটেলাইট থেকে। এ ধরনের বস্তু দুই ধরনের হয়ে থাকে। কিছু আমাদের সৌরজগতেই অবস্থান করে আর সূর্যকে কেন্দ্র করে ঘোরে। আর অন্যগুলো এ সৌরজগতের বাইরে অবস্থান করে।

এখন অপেক্ষার পালা। এটা ভয়ংকর কিছু বয়ে আনছে কিনা সে সম্পর্কে কিছুই বলা হয়নি। বিজ্ঞানীরা কেবল জানিয়েছেন, এক মহাজাগতিক অতিথি আসছে পৃথিবীতে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৬:০১ অপরাহ্ণ