১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

বাঞ্ছারামপুরে বিএনপি সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (প্রতিনিধি)
গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকায় সময়ে ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সদস্য গ্রহন সভা উনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি বক্তৃতা রাখেন,,এম এ খালেক,সাবেক সংসদ সদস্য ও নির্বাহী সদস্য, এডভোকেট জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য,ও তারেক জিয়ার,খালেদা জিয়ার আইনজীবী, ম ম ইলুয়াস, জেলা সদস্য,মান্নন ভিপি সাধারন সম্পাদক উপজেলা বিএনপি,নাজমুল হুদা,কৃষিবিদ পলাশ,মাসূদ হাফেজ রফিকুল ইসলাম রানা,মো. জালু মিয়া,লুতফর রহমান লাতু মমিয়া,সাবমিয়া মেম্বার, মুজিব ভিপি,মো. মোসা মিয়া,জিসান আহম্মেদ,আওলাদ হোসেন, বাবুল মোল্লা, ডা: আবুল হাসান ছয়ফুল্লা কান্দির সাধারন সম্পাদক যুবদল,আমজাদ হোসেন (ওস্তাদ), উক্ত সভায় সভাপতিত্ব করেন,আ: আজিজ মিয়া,তেজখালি ইউনিয়ন,বিএনপি,সারা বাঞ্ছারামপুরের সকল বিএনপির নেতা কর্মিরা সভা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি এডভোকেট জিয়া বক্তৃতায় সকল নেতা কর্মিদেরকে চমক লাগিয়ে দেন ও বলেন যে,আমি তারেক জিয়, খালেদা জিয়ার আইনজীবী হয়েছি । শুধু দলের সেবা করার জন্য আপনাদের সুযোগ,সুবিধা আমি দেখব।বাঞ্ছারামপুর বাসী সকলেই মিলে মিশে আগামি নির্বাচনে এক সাথে নিরলস ভাবে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় বলেন,সকলেই মিলে মিশে সৃংখলায় সদস্য ফরম পুরন করবে প্রতোক ওয়ার্ডে মিনিমাম ২ শত করে আর পৌরসভায় ৩ শত করে সদস্য করবে। উপস্হাপনা করেন মো. আশিকুর রহমান,যুবদল আহবায়ক সভাপতি।খোজ নিয়ে জানাযায় যে বিএনপির একাংশ উক্ত সভায় উপস্হিতি ছিল না।তারা গ্রোপিং হয়ে রাজনিতি শুরু করেছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৫:৫৬ অপরাহ্ণ