১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

কোম্পানীগঞ্জে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গোলাম ছারওয়ার রুবেল (২৮) নামের এক ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর ৫টার সময় বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রুবেল বসুহাট পৌরসভার ৫ নং ওয়াডের শুটকী ব্যাপারী বাড়ির গোলাম মাওলার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে এসআই সুমন বড়ুয়া, এসআই সাইফ উদ্দিনসহ সঙ্গীয় অফিসারদের নিয়ে তিনি নিজেই অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত রুবেলকে একটি এলজি ও ১০ রাউন্ড গুলিসহ আটক করলেও তার সাথে থাকা কুখ্যাত ডাকাত বুরিন্দা রুবেলসহ বেশ কয়েজন পালিয়ে যায়।

ওসি আরও জানান, আটককৃত ডাকাত রুবেলের বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে। এসব মামলায় গত ৩০ নভেম্বর তাকে আটক করে কারাগারে পাঠালেও সে জামিনে বেরিয়ে এসে আবারও ডাকাতি শুরু করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ