নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, বেতনের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পুর্ণাঙ্গ উৎসব-চিকিৎসা ভাতা, টাইম স্কেল পুনঃপ্রবর্তন, কলেজ শিক্ষকদের প্রভাষক-সহকারি অধ্যাপকের প্রচলিত আনুপাতিক হার বিলুপ্তি ও সহযোগী অধ্যাপক-অধ্যাপকের পদ সৃষ্টিসহ ১১ দফা দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ করা হয়েছে।
রবিবার সকালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট এ সমাবেশের আয়োজন করেন। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক রহমতুল্লাহ আয়ুব, ডক্টরস এসোসিয়েশন অব নন-গবর্নমেন্ট টিচার্স (ড্যাঙ্গট)-এ আহবায়ক ড. এম এ সবুর, অধ্যক্ষ শাহেদ আলী, অধ্যক্ষ হাসান মনসুর মিলন, উপাধ্যক্ষ জিল্লুর রহমান, সিরাজগঞ্জ জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সমীর কুমার পাল, অধ্যাপক জোবায়ের হোসেন ও অধ্যাপক আল্পনা ভৌমিক।
সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে অবিলম্বে শিক্ষকদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
দৈনিকদেশজনতা/এন এইচ