আন্তর্জাতিক ডেস্ক:
ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন। রোববার সকালে পুলওয়ামায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। ভারতের সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, পুলওয়ামার তাহাব এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে ।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পরপরই দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় দুজন নিহত হন। পুলিশ জানিয়েছে নিহতদের নাম ইরফান শেখ ও আবিদ বলে । গত বৃহস্পতিবার বান্দিপোরার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পার হতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে তিন স্বাধীনতাকামী নিহত হয় ।
দৈনিকদেশজনতা/ আই সি