১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত ট্রাকের ধাক্কায়

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ফারুক একটি পোশাক কারখানার পরিচালকের দায়িত্বে ছিলেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার সাইনবোর্ড এলাকার চেকপোষ্টের কাছে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক রাজধানীর মীরপুর-১১ নাম্বারের বাসিন্দা ও ফতুল্লার লালখাঁ এলাকার ‘অ্যাডভান্স’ নামের পোশাক কারখানার পরিচালক।

জানা গেছে, রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে দ্রুত গতির একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। ফতুল্লা মডেল থানার এসআই সুমন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ