১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

জোহানেসবার্গে স্টেডিয়ামে পদপিষ্টে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে দর্শকদের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন। খবর বিবিসির। শনিবার দেশটির সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত এফএনবি মাঠে ফুটবল খেলার সময় দুর্ঘটনাটি ঘটে।

নানা কারণে জোহানেসবার্গের স্টেডিয়ামটি গুরুত্বপূর্ণ। দেশটির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ১৯৯০ সালে বন্দিদশা থেকে মুক্তির পর এই স্টেডিয়ামেই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন। আবার এখানেই ২০১৩ সালে ম্যান্ডেলার মৃত্যুর পর স্মরণসভার আয়োজন করা হয়।

দেশটির ফুটবল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় সেখানে স্থানীয় ফুটবল ক্লাব খাইজার চিফস এবং ওরল্যান্ডো পাইরেটস’র মধ্যে খেলা চলছিল। অরল্যান্ডো পাইরেটস দলের পক্ষ থেকে বলা হয়, দর্শকেরা গেট দিয়ে তাড়াহুড়ো করে যাওয়া সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনার পর প্রায় ৮৭ হাজার মানুষ ধারণ ক্ষমতা সম্পন্ন এফএনবি স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে জননিরাপত্তা বিষয়ক বিভাগের মুখপাত্র মাইকেল সান এক টুইটার বার্তায় জানিয়েছেন, ‘খেলা শুরু হওয়ার আগে থেকেই স্টেডিয়ামের সবগুলো গেট খোলা ছিল। মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতেও পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছিল। মাঝে বিশৃঙ্খলা দেখা দিলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।’ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খাইজার চিফস ১-০ গোলে জয়লাভ করে। এই দু’দলের খেলা নয়ে এর আগে ২০০১ সালে একই শহরের এলিস পার্ক স্টেডিয়ামে পদপিষ্টে ৪৩ জনের মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ