১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

মঙ্গলবার পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন। সুপ্রিম কোর্টের আদেশে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করা হলে পদটি শূন্য হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে অধিবেশনে কেবল অন্তর্ববর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি স্থান পাবে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের দল পিএমল-এন সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসির নাম ঘোষণা করেছে। পার্লামেন্টে দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নির্বাচত হওয়াটা নিশ্চিত বলা চলে। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজের জায়গায় তার ভাই শাহবাজ শরীফের নাম প্রস্তাব করেছে পিএমএল-এন। তবে এজন্য শাহবাজকে একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। শোনা যাচ্ছে- শাহবাজ পিএমএল-এন’র ঘাঁটি হিসেবে পরিচিত ভাইয়ের আসন থেকেই লড়বেন।

প্রসঙ্গত, দুবাইভিত্তিক ক্যাপিটাল এফজেডই কোম্পানিতে চাকরির বিষয়টি ২০১৩ সালের নির্বাচনে মনোনয়নপত্রে উল্লেখ না করে পার্লামেন্ট এবং আদালতের সঙ্গে অসততা করায়  সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে শুক্রবার অযোগ্য ঘোষণা করে। পরে পদত্যাগ করেন নওয়াজ। এনিয়ে নওয়াজ শরীফ তৃতীয়বারের মতো মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতাচ্যুত হলেন। অবশ্য স্বাধীনতার পর থেকে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেনা অথবা আদালতের হস্তক্ষেপে তাদের বিদায় নিতে হয়েছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ