১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

ইরান পরমাণু কর্মসূচি আরো শক্তিশালী করবে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আরোপের পর ইরান তাদের পরমাণু কর্মসূচি পুরোদমে চালানোর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাশেমি শনিবার এ ঘোষণা দেন। খবর আলজাজিরার। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করে। তেহরান যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পরমাণু কর্মসূচি আরো শক্তিশালী করার অঙ্গিকার করেছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বৈরিতাসূলভ, নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাশেমি বলেন, ‘আমরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোদমে চালু রাখব। আমরা মনে করি, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে পরমাণু চুক্তিকে দুর্বল করার চেষ্টা হিসেবে ।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, শনিবার তেহরানের সংসদীয় কমিটি জরুরি বৈঠক করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিদ্ধান্তের ব্যাপারে । নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে নিরাপত্তা পরিষদ এবং কূটনীতিকদের মধ্যেও আলোচনা হয়। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অনুমোদনের দু’দিন পর গত বৃহস্পতিবার রাতে উচ্চকক্ষ সিনেটেও বিলটি পাস হয়। এখন তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ