১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা চৌরাস্তা এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মাহামুদুল হাসান শাওন (১৮) ও শ্যামলী বিশ্বাস (৭৫) নামে দু’জন নিহত হয়েছেন। শাওন সদর উপজেলার বাঁশভিটা গ্রামের সোহেল ফারহানের ছেলে এবং শ্যামলী বিশ্বাস (৭৫) ভাদুলীডাঙ্গা এলাকার বনমালী বিশ্বাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানায়, রাতে মাহামুদুল হাসান শাওন মোটরসাইকেলে করে মুলিয়া থেকে নড়াইলে যাচ্ছিলেন। নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে শ্যামলী বিশ্বাসের ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ