১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

মেহেরপুরের গাংনীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা এনামুল হক ইলো (৩৮) নামে এক ভূসি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। তিনি রোববার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া ঈদগাঁ পাড়া এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় গাংনী থানা পুলিশ লক্ষ্মীনায়নপুর ধলা গ্রামের আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম নাহিদকে আটক করেছে । এনামুল হক ইলো লক্ষ্মীনায়নপুর ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে এবং কাথুলী ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাথুলী ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল ও কৃষক লীগ নেতা আতিয়ার রহমানের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের মামলা মেহেরপুর আদালতে বিচারাধীন রয়েছে। কাথুলী ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, তার ভাই এনামুল হক ইলো নওয়াপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নওয়াপাড়া ঈদগাঁ পাড়া এলাকায় ৮/১০ জন দুর্বৃত্ত গাছের সঙ্গে রশি বেঁধে তার পথরোধ করে। এ সময় এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ