আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দাবি করেছেন পুলিশ একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির । তিনি জানিয়েছেন, সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার ষড়যন্ত্র করেছিল । এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বিবিসিরি খবর থেকে এ তথ্য পাওয়া গেছে।
পুলিশ বলছে, সন্ত্রাসীরা ‘ইমপ্রোভাইজড ডিভাইস’ ব্যবহার করে একটি বিমানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল- এমন তথ্য তাদের কাছে আগে থেকেই ছিল।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী জানান, একটি বড় আকারের অভিযান চালানোর মাধ্যমে সন্ত্রাসীদের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়। বিশেষ অভিযানে ভারি অস্ত্রে সজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার গোয়েন্দা বাহিনী সিডনির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
সিডনির সারি হিলস, লাকেম্বা, ওয়াইলি পার্ক এবং পাঞ্চবৌলে এসব অভিযান চালানো হয়। তবে এক নারী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে তার স্বামী এবং ছেলেও রয়েছেন। তিনি দাবি করেন, তার স্বামী-সন্তান কোনো চরমপন্থার সঙ্গে যুক্ত নয়। এ ঘটনায় প্রথমে সিডনি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। পরে তা দেশজুড়ে বিস্তৃত করা হয়। এদিকে, আকাশপথে ভ্রমণরতদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী টার্নবুল, ‘সবার উচিত আস্থার সঙ্গে নিজ নিজ কাজ চালিয়ে যাওয়া।’
দৈনিকদেশজনতা/ আই সি