নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বেপারিকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে বরমী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।
রাজ্জাক বেপারি বরমী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বরমীর বরামা এলাকার মৃত আক্কাস আলী বেপারির ছেলে। গ্রেফতার সহযোগী হলো মো. নজরুল ইসলাম (৩৫)। সে একই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জাক বেপারি চাঁদা দাবি করে বরমী সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্স-এর ব্যবস্থাপক রাজীব দাশের কাছে। পরে চাঁদা দিতে অপারকতা প্রকাশ করলে ওই ব্যবস্থাককে মারধর করে সে ও তার লোকজন। এ ঘটনায় রাতেই ব্যবস্থাপক রাজীব দাশ বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় এক সহযোগিসহ রাজ্জাক বেপারিকে গ্রেফতার করে পুলিশ।
হেলাল আরো জানান, ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে আসামীদের।
দৈনিক দেশজনতা /এমএইচ