১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

উন্নয়নের মহাসড়কে পানি আর পানি : এরশাদ

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়নের জোয়ারে মহাসড়কে পানি আর পানি’ এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনে মানুষ এখন দিশেহারা। সবখানে জটলা, শিক্ষায় জট, উন্নয়নে জট, রাস্তায় থাকালে বৈদ্যুতিক তারের জট। উন্নয়নের জোয়ারে মহাসড়কে পানি আর পানি।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরো বক্তব্যে দেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ , কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী পিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু , প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি আব্দুর রশিদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাড. সালমা ইসলাম, এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও খুলনা মহানগর আহ্বায়ক সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, মো. মজিবুর রহমান সেন্টু, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা আহ্বায়ক এটিইউ তাঁজ রহমান প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ