নিজস্ব প্রতিবেদক:
বিমানটির সামনের অংশ দেখলে বিশালাকার কোনো জন্তু বলেই মনে হবে কারো। রাশিয়ান কোম্পানি নর্ডস্টার এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির সামনের অংশ আসলে রং করা হয়েছে ওভাবে। এর নেপথ্যে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ উইন্টার ইউনিভারসাইড।
রাশিয়ায় আর মাত্র এক বছর পরই বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। নান্দনিক ক্রীড়া উৎসব সফলভাবে আয়োজন করতে প্রস্তুতি নিয়ে ব্যস্ত দেশটি। উৎসবের আমেজ তো রয়েছেই। দেশটিতে তাই বলে পরের বছরই ২০১৯ উইন্টার ইউনিভারসাইড নিয়ে এতটুকু উন্মাদনার ভাটা নেই। বিমানের বোয়িংয়ে উইন্টার ইউনিভারসাইডের মাসকাটের ছবিই তো তার প্রমাণ। রাশিয়ায় অনুষ্ঠিত আসরটির মাসকটের নাম ইউ-লঙ্কা। ইউ-লঙ্কা হচ্ছে কুকুর। উল্লেখ্য ২০১৮ ফুটবল বিশ্বকাপের মাস্কটের নাম জাবিভাকা যা হলো একটি নেকড়ে।
অলিম্পিকের পর সার্বজনিন ক্রীড়ার দ্বিতীয় আয়োজন হিসেবে বিবেচিত উইন্টার ইউনিভারসাইড। বিশ্বের ভিন্নির দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিয়ে থাকে এই আসরে। ২০১৩ সালে ইতালিতে রেকর্ড সংখ্যক অ্যাথলেট প্রতিযোগিতাটিতে অংশ নিয়েছিল। আর ২০১১ সালে অংশ নেয় রেকর্ড ৫২টি দেশ।
দৈনিক দেশজনতা /এমএইচ