নিজস্ব প্রতিবেদক:
খুলনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন। নগরীর খুলনা- সাতক্ষীরা সড়কের রাজবাঁধ এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হরিণটানা থানার ওসি সরদার মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হলেন- কৈয়া শৈখ আবুল কাশেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র অমিত সরকার (১৭) ও অটোরিকশা চালক রবিউল ইসলাম (২৫)। অমিতের বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
ওসি হোসেন বলেন, বিউটি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। রাজবাঁধ এলাকায় পৌঁছালে কৈয়াবাজার থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক রবিউল মারা যান। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

