১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

শিল্পী হতে হয় দিতি আপুর মতো

নিজস্ব প্রতিবেদক:

কখন কোন খেয়ালে কোন প্রিয়মুখের ছবি চোখের সামনে ভেসে ওঠে কারো জানা নেই। প্রিয় মানুষের হাজারো স্মৃতি মনকে ব্যাকুল করে তোলে কখনো কখনো। ঠিক তেমনটাই হয়েছে জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর বেলায়। শনিবার সকালে প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে স্মরণ করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। প্রয়াত অভিনেত্রীকে নিয়ে বলা আবেগ আপ্লুত কথাগুলোর মধ্য দিয়ে একজন শিল্পীর প্রতি আরেকজন শিল্পীর ভালোবাসায় প্রকাশ পেয়েছে।

চয়নিকা লিখেছেন, ‘সকাল থেকেই তার কথাই মনে হচ্ছে আজ। জানিনা কেন! ভালো অভিনয় অনেকেই করেন। কিন্ত প্রকৃত শিল্পী কখনই সবাই হতে পারে না। এমন কোন মানুষ নাই যে দিতি আপাকে ভালোবাসে না। আমার দেখা একমাত্র মানুষ দিতি আপু যাকে এক বাক্যে সব্বাই ভালোবাসে। অনেক অভিনয়শিল্পী আমি দেখেছি যারা দারুণ অভিনয় করে কিন্ত ভয়ংকর খারাপ তাদের ব্যবহার। হয়ত ভালো অভিনয় দিয়ে তারা দর্শক মাতিয়েছেন কিন্ত বাস্তবে তাদের খারাপ ব্যবহার এর জন্য কেউ এ পছন্দ করে না।’

এরপর লেখেন, ‘শিল্পী হতে হয় দিতি আপুর মতো। জায়গা বা মানুষ বোঝে না, সবার মনেই আমাদের দিতি আপা। সবাইকে তিনি এক রকম ব্যবহার করেন, ভালোবেসে হেসে সবার সাথে কথা বলেন। যার কাছ থেকে আমাদের সবার শেখার আছে অনেক কিছু। দিতি আপাই আসলে আসল নক্ষত্র। আমার সাথে দিতি আপার কেমন সম্পর্ক তা উপরওয়ালা জানেন। আমি মুখ দিয়ে আজ আর কিছুই বলব না।

দিতি আপা আছেন আমাদের মনের মাঝে, চিরদিন থাকবেন। তার মতো মানুষকে ভোলা সম্ভব না। কেউ-ই তা চাইবে না। দিতি আপু তোমাকে ভালোবাসি। ভালো থেকো। খুব মনে পড়ছে। তোমাকে অনেক প্রয়োজন। তোমার চয়ন।’ ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন গুণী অভিনেত্রী দিতি। মারা যান ২০১৬ সালের ২০ মার্চ।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল তার প্রথম চলচ্চিত্র। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’ পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দিতি অভিনীত অন্য সিনেমার মধ্যে ‘দুই জীবন’, ‘উসিলা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘আজকের হাঙ্গামা’, ‘স্নেহের প্রতিদান’, ‘শেষ উপহার’, ‘অপরাধী’, ‘কালিয়া’, ‘কাল সকালে’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও জনপ্রিয় মুখ ছিলেন দিতি। বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ