১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

ধনঞ্জয়কে নিয়ে ছবি চায় না পরিবার

বিনোদন ডেস্ক:

হেতাল পারেখ হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ধনঞ্জয়ের পরিবার চায় না তাকে নিয়ে তৈরি বাংলা ছবি মুক্তি পাক। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আগামী প্রযোজনা অরিন্দম শীলের ছবি ধনঞ্জয়।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ছবি ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা। ধনঞ্জয়ের ভাই ও বোন ইতোমধ্যেই প্রযোজনা সংস্থাকে একটি চিঠিতে তাদের আপত্তির কথা জানিয়েছেন । প্রযোজনা সংস্থা জানাচ্ছে যে, তারা ১১ আগস্টই ছবি রিলিজ করবে। পরিচালকের আশা, সমস্যা দ্রুত কেটে যাবে। ১৯৯০ এর ঘটনা। হেতাল পারেখ ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত কেয়ার টেকার ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের প্রথমে যাবজ্জীবন ও পরে ফাঁসি, এখনও যেন  এই পরিবারে দগদগ করছে। এখনও তারা তাদের ভাই ছিলেন নির্দোষ বলে বিশ্বাস করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ