আন্তর্জাতিক ডেস্ক:
শাহবাজ শরীফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। নওয়াজ কন্যা মেয়ে মরিয়াম নওয়াজকেই প্রধানমন্ত্রীর উত্তরাধিকার হিসেবে ধরে নেয়া হলেও তিনি যেহেতু নির্বাচিত সংসদ সদস্য নন তার স্থলে ভাই শাহবাজকেই এ পদের জন্য উপযুক্ত মনে করেছেন নওয়াজ। ইতিমধ্যে নওয়াজ শরীফ পদত্যাগের পর ক্ষমতাসীন দল জরুরি এক সভায় শাহবাজ শরীফকে মনোনীত করে। যার কারণে ধরে নেয়াই হচ্ছে যে আগামী বছরের নির্বাচন পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফই পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ভাই নওয়াজের মত খুব বেশি প্রচার ও আলোচিত না হলেও পাঞ্জাবে দীর্ঘ এক দশক ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন শাহবাজ। ন্যাশনাল এসেম্বলিতেও তিনি নির্বাচিত হয়ে আসেন একবার। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে গেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে শাহবাজ শরীফকে। এদিকে পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে রানা সাইফুল্লাহ ও হামজা শাহবাজের নাম।
দুর্নীতির দায়ে শুধুমাত্র নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে। সে হিসেবে সংসদে এখনো বহাল অবস্থায় আছে তার সরকার। সুতরাং দেশের ক্ষমতা এখন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের হাতেই। নিয়ম অনুযায়ী পিএমএল–এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে জাতীয় সংসদে ভোটাভুটিতে জিততে হবে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় শাহবাজের জিতে আসা এক প্রকার নিশ্চিত বলে জানাচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
দৈনিক দেশজনতা /এমএইচ