ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক ও সাবেক অধিনায়ক ইউনিস খান। মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট সিরিজ জয় দিয়ে শেষ করার লক্ষ্যেই মাঠে নামবে পাকিস্তান। আর দেশের মাটিতে পাকিস্তানের কাছে এখনো সিরিজ না হারের রেকর্ড ধরে রাখার মিশনে শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার সাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত ৯টায় আগামীকাল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানানোর সিদ্ধান্ত চলতি মাসেই জানিয়ে দেন মিসবাহ। অধিনায়কের সিদ্ধান্তের কিছুদিন পর ক্যারিবীয় সফর শেষে ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানান অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিসও।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজই হবে তাদের শেষ। এরপরই ব্যাট-প্যাড তুলে রেখে নাম লেখাবেন ‘সাবেক’দের দলে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের কাছে এই সিরিজটি, মিসবাহ-ইউনিসময় সিরিজ।
মিসবাহ-ইউনিসের সিরিজটি জয় দিয়ে শেষ করতে প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়ানডে ও টি-২০ অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে তাদের অবদান অনেক। মিসবাহ-ইউনিসের পারফরমেন্সে পাকিস্তান ক্রিকেট বহুবারই আনন্দ করার উপলক্ষ পেয়েছে। এবার তাদের বিদায়টা আনন্দায়ক করতে চাই আমরা।’