নিজস্ব প্রতিবেদক:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ভাংচুরের ঘটনায় চারজনকে শাহপরান হল থেকে ‘সাময়িক বহিষ্কার’ করেছে কর্তৃপক্ষ। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। তারা হলেন, বায়োকেমেস্ট্রি অ্যাণ্ড মনিকিউলার বায়োলজি বিভাগের বাছির মিয়া এবং সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনকির মিয়া, তৌফিক তন্ময় ও হিমেল।
শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, হলের রুম ভাংচুরের সঙ্গে জড়িত থাকায় তাদের শোকজ করা হয়েছিল। তারা দোষ স্বীকার করেছে। ‘শৃঙ্খলা ভঙ্গের’ কারণে শনিবার সহকারী প্রভোস্টদের নিয়ে বৈঠকে ওই চারজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে জানান প্রভোস্ট। গত ২২ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অন্তু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাইম, ছাত্রলীগ কর্মী আব্দুউল্লাহ আল মাসুদ ও সীমান্ত ওই ঘটনায় আহত হন। সে সময় সবুজের অনুসারীরা শাহপরাণ হলে গিয়ে ইমরানের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি কক্ষ ও দুটি মোটরসাইকেল ভাংচুর করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

