১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

চেন্নাইয়ে গেলেন সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগে পুলিশ-ছাত্র সংঘর্ষে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. সিদ্দিকুর রহমান উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার ফ্লাইটে চিকিৎসার জন্য রওনা দিয়েছেন তিনি। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় সিদ্দিকুরকে।
সিদ্দিকুরের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছেন তার তার বড় ভাই নায়েব আলী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ