১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

মতামতের ভিত্তিতেই সহায়ক সরকারের রুপরেখা

নিজস্ব প্রতিবেদক:

সকলের মতামতের ভিত্তিতেই বিএনপি সহায়ক সরকারের রুপরেখা দিতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদের স্মরণে নাগরিক স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। নজরুল ইসলাম খান বলেন, সকলের মতামত নিয়ে সহায়ক সরকারের প্রস্তাব দেওয়া হবে। আশা করি, নির্দলীয় সরকারের যে প্রস্তাব দেওয়া হবে, এতে জনগণের মতামত পাবো এবং দাবি আদায়ের লড়াইয়ে সকলেই যুক্ত হবে। সকলের সহযোগিতা পাবো।

তিনি বলেন, ‘দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। তারা পরিবর্তন চায়। আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন চাই। সেই জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক সরকারের রুপরেখা দিতে চাই। এই সরকার ভালো করেই জানে তারা যে মানুষের ওপর অন্যায় অত্যাচার ও নির্যাতন করেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না। এই জন্য তারা সুষ্ঠু নিবার্চন দিতে চায় না।’

বরগুনার ইউএনও’র ঘটনার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশে ডিসি, এসপি অন্যান্য কর্মকর্তারা এমনকি বিচারকরা  প্রভাবিত হয়েছে। এটা প্রমাণিত। কারণ তাদেরকে বদলি করা হয়েছে।

অধ্যাপক এম এ মাজেদের স্মৃতিচারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভূমিকার উপর। প্রধানমন্ত্রীকে অনুরুধ করবো, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার আবহ তৈরি করুন। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সুষ্ঠু গণতন্ত্র ততদিন আসবে না; যতদিন পর্যন্ত পাশ্ববর্তী দেশে একটি বিশেষ শ্রেণির শাসকগোষ্ঠি ক্ষমতায় থাকবে। ভারতের বিপক্ষে যারাই কথা বলবে তাদের ফরহাদ মজহারের অবস্থা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ও আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘বিএনপি কি সহায়ক সরকার রুপরেখা দিবে সেটার দিকে আমরা তাকিয়ে আছি। সহায়ক সরকারের ঘোষণা দেয়াটা বড় কথা নয়, এর দাবি আদায়টাই হচ্ছে বড় কথা।’ এ সময় লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তত হওয়ার আহ্বান জানান মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রফেসর ছদরুল আমিন, প্রফেসর আক্তার হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল লতিফ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- সংগঠনের সদস্য সচিব ডা. এ জেএম জাহিদ হোসেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ