২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০১

মানবতাবিরোধী ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের ১২ জন ও শেরপুরের ৪ জন এই মোট ১৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযুক্ত এসব আসামিরা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ নিজ কার্যালয়ে তদন্ত সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

তদন্ত সংস্থার ৫২ নম্বর তদন্ত প্রতিবেদনে যশোরের মো. খন্দকার শওকত আলী বাবুলের রাজনৈতিক পরিচয় বিএনপি, নড়াইলের মো. গুলজার হোসেন খানের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ এবং মো. দাউদ শেখের রাজনৈতিক পরিচয় জামায়াতে ইসলামী উল্লেখ করা হয়েছে।

এছাড়া মো. বদরুদ্দোজা জামায়াতে ইসলামী, মো. ওমর আলী শেখ ও আব্দুল ওহাব মোল্লার রাজনৈতিক পরিচয় মুসলিম লীগ বলে উল্লেখ করা হয়েছে। আর ৫১ নম্বর তদন্ত প্রতিবেদনে মো. এমদাদুল হক, একেএম আকরাম হোসেন এবং এসএম আমিনুজ্জামান ফারুক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

৫১ এবং ৫২তম তদন্ত প্রতিবেদনে যশোর এবং শেরপুরের অভিযুক্তদের বিষয়গুলো উঠে আসে। ৫১ নম্বর তদন্ত প্রতিবেদনের (শেরপুর/ময়মনসিংহ) তদন্তকারী কর্মকর্তা ছিলেন মনোয়ারা বেগম। আর ৫২ নম্বর তদন্ত প্রতিবেদনের (যশোর/নড়াইল) তদন্ত কর্মকর্তা ছিলেন আবদুল্লাহ আল মামুন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১:২১ অপরাহ্ণ